গান: মন বান্ধিলাম ( পরাণ)
শিল্পী: ইমরান মাহমুদুল & কণা
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।
মেয়ে:] আমি মন বান্ধিলা মন বান্ধিলাম।
বন্ধুয়ারো সনে রে বন্ধুয়ারো সনে।
ছেলে:] আমার দেহ তরীর হৃদ মানেনা
যায় শুধু উজানেরে যায় শুধু জানে।
মেয়ে:] আমি মন বান্ধিলা মন বান্ধিলাম।
বন্ধুয়ারো সনে রে বন্ধুয়ারো সনে।
ছেলে:] আমার দেহ তরীর হৃদ মানেনা
যায় শুধু উজানেরে যায় শুধু উজানে।
এখন আমি কি যে করি,
নিজের ভেতর নিজেই মরি।
মেয়ে:] এখন আমি কি যে করি,
নিজের ভেতর নিজেই মরি।
ছেলে:] তারে না দেখিলে আমার পরাণ রয় না পরাণে পরাণ রয় না পরাণে।
মেয়ে:] আমি মন বান্ধিলা মন বান্ধিলাম।
বন্ধুয়ারো সনে রে বন্ধুয়ারো সনে।
༺?AR.Rumi+Imu?༻
ছেলে:] এজনমে শুধু নয়।
পরজনমেও তারে চাই।
সে যদি না হয় গো আমার
বেঁচে থাকার অর্থ নাই।
মেয়ে:] হুম--- এজনমে শুধু নয়।
পরজনমেও তারে চাই।
সে যদি না হয় গো আমার
বেচে থাকার অর্থ নাই।
ছেলে:] একটু চোখের আড়াল হলে।
ব্যথার আগুন বুকে জ্বলে।
মেয়ে:] একটু চোখের আড়াল হলে।
ব্যথার আগুন বুজে জ্বলে।
ছেলে:] তারে না দেখিলে আমার পরাণ রয় না পরাণে পরাণ রয় না পরাণে।
মেয়ে:] আমি মন বান্ধিলা মন বান্ধিলাম।
বন্ধুয়ারো সনে রে বন্ধুয়ারো সনে।
༺?AR.Rumi+Imu?༻
মেয়ে:] আদর করে রাখবো তারে,
বুকের ভেতর যতনে।
একই সঙ্গে থাকবো দুজন জীবন থেকে মরণে।
ছেলে:] হো-- আদর করে রাখবো তারে,
বুকের ভেতর যতনে।
একই সঙ্গে থাকবো দুজন জীবন থেকে মরণে।
মেয়ে:] কি মায়া দিলো সে মোরে,
মন উদাসী রয় না ঘরে।
ছেলে:] কি মায়া দিলো সে মোরে,
মন উদাসী রয় না ঘরে।
মেয়ে:] তারে না দেখিলে আমার পরাণ রয় না পরাণে পরাণ রয় না পরাণে।
দুজনে:] আমি মন বান্ধিলা মন বান্ধিলাম।
বন্ধুয়ারো সনে রে বন্ধুয়ারো সনে।
༺?AR.Rumi+Imu?༻