menu-iconlogo
huatong
huatong
jazper-jazper-cover-image

কতদিন দেখিনি তোমায় (JAZPER.♠️)

JAZPER.♠️huatong
লিরিক্স
রেকর্ডিং
Jazper choice

কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

স্মৃতির মুকুরে মম

আজ তব ছায়া পড়ে রানী

কতদিন - কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

Jazper Choice

কত দিন তুমি নাই কাছে,

তবু হৃদয়ের তৃষা জেগে আছে

কত দিন তুমি নাই কাছে,

তবু হৃদয়ের তৃষা জেগে আছে জেগে আছে

প্রিয় যবে দূরে চলে যায়

সে যে আরও প্রিয় হয় জানি

কতদিন - কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

হয়ত তোমার দেশে আজ

এসেছে মাধবী রাতি

তুমি জোছনায় জাগিছো নিশি

সাথে লয়ে নতুন সাথী

হয়ত তোমার দেশে আজ

এসেছে মাধবী রাতি

তুমি জোছনায় জাগিছো নিশি

সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দীপ নেভা রাতে

নিদ নাহি দুটি আঁখি পাতে

হেথা মোর দীপ নেভা রাতে

নিদ নাহি দুটি আঁখি পাতে

প্রেম সে যে মরিচীকা হায়

এ জীবনে এই শুধু মানি

কতদিন কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

কতদিন

JAZPER.♠️ থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে