menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

সানাইটা আজ বলছে কি

Kanak Chapahuatong
লিরিক্স
রেকর্ডিং
ছেলেঃ সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি এই প্রাণ চায় যা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

মেয়েঃ সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি এই প্রাণ চায় যা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ এই বাসর ঘর ফুলে সাজানো

আর জলছে দু প্রীতির সু গন্ধে

এই বাসর ঘর ফুলে সাজানো

আর জলছে দু প্রীতির সু গন্ধে

ওই পালঙ্কে বসেছো যে তুমি

এক প্রতিমার ভঙ্গি আর ছন্দে

ওই গুমটা ফেলে দাও এই হাতটা ধরো না

হায় রাত বাকি নেই আর,কিছু গল্প করো না

এই রাত ভোর হলে ফিরে পাবে না

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

মেয়েঃ এই একটি রাত জাগবো বলে

হায় কত রাত করেছি প্রতিক্ষা

এই একটি রাত জাগবো বলে

হায় কত রাত করেছি প্রতিক্ষা

আজ সব কিছু দিলাম তোমায়

দাও আমাকে ভালবাসায় ভিক্ষা

কোন সাত পাকে তে নয়

কোন মন্ত্র বুঝি না

যদি মনটা পাই তোমার

কিছু আর তো খুঁজি না

প্রাণে প্রাণে বাধা রাখি খুলা যাবে না

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

মেয়েঃ রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

ছেলেঃ কি করে বলি এই প্রাণ চায় যা

মেয়েঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

মেয়েঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

Kanak Chapa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে