হেডফোনের সাউন্ড একটু কমিয়ে
গান রেকর্ড করুন।
রেকর্ডিং ক্লিয়ার হবে।
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
মারূফ আহমেদ পারভেজ
দুঃখ সুখের
পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন
নয়ন যেন
দেখে তোমার ঐ মুখ
কন্ঠে আমার দাও পড়িয়ে
সোহাগের মিলন মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
ভালোবাসার
নদী তুমি
আমি তোমার দুই কূল
পাগল তুমি
ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটারি জ্বালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তোমায় নিয়ে
লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের
ছোঁয়া তুমি
তুমি যে মান অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরি ভেলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
হা হা হা হা হা হাআ
লা লা লা লা লা লা