menu-iconlogo
huatong
huatong
avatar

ki jadu korecho bolona

Konok Chapahuatong
লিরিক্স
রেকর্ডিং
কি যাদু করেছো বলোনা..

ঘরে আর থাকা যে হলোনা..

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

ঐ চোখে চোখ রেখে,

অপলক দেখে দেখে

এ জিবন কেটে যেতে পাড়ে

বলোনা অমন করে,

সুখে আমি যাব মরে

তোমারী বুকে বারে বারে

.........

ঐ চোখে চোখ রেখে,

অপলক দেখে দেখে

এ জিবন কেটে যেতে পাড়ে

বলোনা অমন করে,

সুখে আমি যাব মরে

তোমারী বুকে বারে বারে

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা..

ঘরে আর থাকা যে হলোনা..

.........

Raja Rock Band

.........

ওওও অন্তরে অন্তরে

শতো সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

বুঝিনা সাধনা আমি,

এ জীবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে

..........

অন্তরে অন্তরে

শতো সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

বুঝিনা সাধনা আমি,

এ জীবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

Konok Chapa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে