menu-iconlogo
huatong
huatong
avatar

Kichu Chaibona

LRBhuatong
spikebushbouquethuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি ভালোবেসো আমার ভালোবাসা

যখন কখনো আমি থাকবো না

দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন

তবুও তুমি ভালোবেসো আমায়

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাবার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

স্বপ্নেরা থাকবে চোখেরই পাতায়

হৃদয়ে থাকবে বিষাদের ছায়া

সবকিছু ভুলে আমাকেই ভেবে

খুঁজে নিও তুমি সেই ভালোবাসা

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাওয়ার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

হয়তো আমি আর ফিরে আসবো না

স্বপ্নেরা থাকবে চির না দেখা

একাকী সময় কেটে যাবে কষ্টে

তবুও তো কখনো ছিল ভালোবাসা

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাওয়ার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

তুমি ভালোবেসো আমার ভালোবাসা

যখন কখনো আমি থাকবো না

দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন

তবুও তুমি ভালোবেসো আমায়

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাওয়ার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

LRB থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে