Upload by Kokil
MMW- 1023247
Room-721881
Choice by Ayesha
_______________
_______________
কণ্ঠশিল্পী/আউয়ুব বাচ্চু, ডলি সান্তনী
====💝💕💝====
।
।
🙋♀️মেয়েঃ এক ঝাঁক পাখি উড়ে আকাশে
মৈয়ূরী ফুলের ঘ্রান বাতাসে
,
এক ঝাঁক পাখি উড়ে আকাশে
মৈয়ূরী ফুলের ঘ্রান বাতাসে
চল দুজনে আজ হারিয়ে যাই
পৃথিবীর শেষ প্রান্তে.............
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
🙋♂️ছেলেঃ এক ঝাঁক পাখি উড়ে আকাশে
মৈয়ূরী ফুলের ঘ্রান বাতাসে
চল দুজনে আজ হারিয়ে যাই
পৃথিবীর শেষ প্রান্তে.............
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
।
।
🌹♥ মিউজিক ফলো করুন🌹♥
।
।
====💝💕💝====
🙋♂️ছেলেঃ ফুলের টানে প্রজাপতি যেমনি ছুটে যায়
আমার এ মন তেমনি করে তোমায় পেতে চায়
====💝💕💝====
🙋♀️মেয়েঃ ফুলের টানে প্রজাপতি যেমনি ছুটে যায়
আমার এ মন তেমনি করে তোমায় পেতে চায়
🙋♂️ছেলেঃ ঐ দূর নীল দিগন্তে,
সবার চোখের অজান্তে
ভালোবেসে যাই.........……
🙋♀️মেয়েঃ যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
।
।
🌹♥ মিউজিক ফলো করুন🌹♥
।
।
🙋♂️ছেলেঃ ইচ্ছে করে হাজার বছর তোমায় ভালোবাসি
বারে বারে তাই তো আমি তোমার কাছে আসি
====💝💕💝====
🙋♀️মেয়েঃ ইচ্ছে করে হাজার বছর তোমায় ভালোবাসি
বারে বারে তাই তো আমি তোমার কাছে আসি
🙋♂️ছেলেঃ সাত সাগর তের নদী,
দুজনেই নীরবধি
পাড়ি দিতে চাই..........
🙋♀️মেয়েঃ যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেউ নাই
,
,
💘💘ধন্যবাদ সবাইকে💘💘