menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
বলনা কেন ঐ,আকাশ নেমে আসে সাগরের বুকে

বলনা কেন ঐ,ঝর্ণা নদী খোঁজে কিসেরি সুখে

সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

বলনা কেন ঐ,আকাশ নেমে আসে সাগরের বুকে

বলনা কেন ঐ,ঝর্ণা নদী খোঁজে কিসেরি সুখে

সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

BDSS GROUP

Plz like This Song

পৃথিবীর পরে,আর কোন পৃথিবী নেইতো

যত দিন বাচি,রবো কাছাকাছি

তুমি আমি দুজনে এইতো

পৃথিবীর পরে আর কোন পৃথিবী নেইতো

যত দিন বাচি রবো কাছাকাছি

তুমি আমি দুজনে এইতো

বলনা কেন ঐ,শিশির ঝরে পড়ে সবুজ ঘাসে

বলনা কেন ঐ,চাঁদের পাশে শুধু তারা হাসে

সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

জীবনের পরে,যদি কোন জীবন থাকতো

সেখানেও প্রিয়,মন জেনে নিও

পাশে পাশে তোমাকে রাখতো

জীবনের পরে,যদি কোন জীবন থাকতো

সেখানেও প্রিয়,মন জেনে নিও

পাশে পাশে তোমাকে রাখতো

বলনা কেন ঐ,চোখের পাতা ঝরে স্বপ্ন হাসে

বলনা কেন ঐ,অন্তরে চুপি চুপি ভালোবাসে

সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

বলনা কেন ঐ,আকাশ নেমে আসে সাগরের বুকে

বলনা কেন ঐ,ঝর্ণা নদী খোঁজে কিসেরি সুখে

সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ধন্যবাদ সবাই কে

Monir Khan/Asif Akbar/Dinat Jahan Munni বলনা কেন ঐ আকাশ নেমে থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে