কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি
আমার প্রহর কতো গুনতে
মেঘলা আকাশ হতো মনটা তোমার
যদি আমি আসবনা শুনতে...
কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি
আমার প্রহর কতো গুনতে
মেঘলা আকাশ হতো মনটা তোমার
যদি আমি আসব না শুনতে
চোখের পানি আর কপালের ঘাম
চোখের পানি আর কপালের ঘাম
মিলেমিশে হতো একাকার.....
জানিনা এখন তুমি কোথায় আছো
সাজিয়েছো কার সংসার
জানিনা এখন তুমি কেমন আছো
সাজিয়েছো কার সংসার....
নীল নীল কালিতে লিখতে চিঠি
উত্তর পেতে হলে দেরি
তুমি করতে আমার সাথে আড়ি
নীল নীল কালিতে লিখতে চিঠি
উত্তর পেতে হলে দেরি
তুমি করতে আমার সাথে আড়ি
সেইদিন সেই সৃতি সেই হাসিগান
সেইদিন সেই সৃতি সেই হাসিগান
এখন কি মনে পড়ে আর
জানিনা এখন তুমি কোথায় আছো
সাজিয়েছো কার সংসার
জানিনা এখন তুমি কেমন আছো
সাজিয়েছো কার সংসার
তিলতিল করে জমা, ভালোবাসাকে
নিজের হাতেই তুমি মারলে
তুমি এতটা নিঠুর হতে পারলে
তিলতিল করে জমা ভালোবাসাকে
নিজের হাতেই তুমি মারলে
তুমি এতটা নিঠুর হতে পারলে
তুমিতো খুজে নিলে সুখেরি ভুবন
তুমিতো খুজে নিলে সুখেরি ভুবন
ভাবলেনা কি হবে আমার....
জানিনা এখন তুমি কোথায় আছো
সাজিয়েছো কার সংসার
জানিনা এখন তুমি কেমন আছো
সাজিয়েছো কার সংসার
কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি
আমার প্রহর কতো গুনতে
মেঘলা আকাশ হতো মনটা তোমার
যদি আমি আসব না শুনতে...
কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি
আমার প্রহর কতো গুনতে
মেঘলা আকাশ হতো মনটা তোমার
যদি আমি আসব না শুনতে
চোখের পানি আর কপালের ঘাম
চোখের পানি আর কপালের ঘাম
মিলেমিশে হতো একাকার
জানিনা এখন তুমি কোথায় আছো
সাজিয়েছো কার সংসার
জানিনা এখন তুমি কেমন আছো
সাজিয়েছো কার সংসার.....