প্রথম পার্ট:ছেলে ২য় পার্ট মেয়ে
হাত ছুঁয়ে বলো
তুমি আমার আছো চিরদিন
ঐ আকাশে সূর্য আছে যত দিন
হাত ছুঁয়ে বলো
তুমি আমার আছো চিরদিন
ঐ আকাশে সূর্য আছে যত দিন
আসুক আঁধার রাত
এই হাতে রাখো হাত
ভালোবেসে আমরা রাঙাবো
আগামীর রাঙা প্রভাত
আসুক আঁধার রাত
এই হাতে রাখো হাত
ভালোবেসে আমরা রাঙাবো
আগামীর রাঙা প্রভাত
মানায় কি তুমি বলো
এই আমি তুমি বিহীন
হাত ছুঁয়ে বলো
তুমি আমার আছো চিরদিন
ঐ আকাশে সূর্য আছে যত দিন
যদি না ফুল ফোটে
আকাশে চাঁদ না ওঠে
সুর তবে আসবে কেমনে
কুহু কুহু পাখির ঠোঁটে
যদি না ফুল ফোটে
আকাশে চাঁদ না ওঠে
সুর তবে আসবে কেমনে
কুহু কুহু পাখির ঠোঁটে
তুমি ছাড়া তেমনি আমার
বাজে না হৃদয় বীণ
হাত ছুঁয়ে বলো
তুমি আমার আছো চিরদিন
ঐ আকাশে সূর্য আছে যত দিন
হাত ছুঁয়ে বলো
তুমি আমার আছো চিরদিন
ঐ আকাশে সূর্য আছে যত দিন