menu-iconlogo
huatong
huatong
avatar

ও খুশি ও খুশি তুমি কি যে রুপসী

Monir Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
ছেলেঃ ও খুশী ও খুশী

তুমি কি যে রুপসী

মন চায় ময়না, পাখির মতো

বুকের পিঞ্জরে পুষি।

ও খুশি ও খুশি

তুমি কি যে রুপসী

মন চায় ময়না, পাখির মতো

বুকের পিঞ্জরে পুষি।

গানে লাইক দিয়ে যাবেন প্লিজ

সাথে কপি করা থেকে দুরে থাকুন

মেয়েঃ মরিগো মরি লাজে..

সেজেছি বধূর সাজে

মধু মিলন ও আগে

এ মনে সানাই বাজে

আজ বুঝেছি আমি,আজ জেনেছি

আজ বুঝেছি আমি,আজ জেনেছি

আমি যে তোমার,মন মানসী।

ছেলেঃ ও খুশী ও খুশী

তুমি কি যে রুপসী

মন চায় ময়না, পাখির মতো

বুকের পিঞ্জরে পুষি।

ও খুশী ও খুশী

তুমি কি যে রুপসী

মন চায় ময়না, পাখির মতো

বুকের পিঞ্জরে পুষি।

গানে লাইক দিয়ে যাবেন প্লিজ

সাথে কপি করা থেকে দুরে থাকুন

মেয়েঃ জানিনা, জানিনা রে..

কি কথা বলবো তারে...

গেঁথেছি ফুল মালা...

পরাবো আমি যারে।

আজ বুঝেছি আমি,আজ জেনেছি

আজ বুঝেছি আমি,আজ জেনেছি

আমি যে তোমার,মন মানসী।

ছেলেঃ ও খুশী ও খুশী

তুমি কি যে রুপসী

মন চায় ময়না, পাখির মতো

বুকের পিঞ্জরে পুষি।

ও খুশী ও খুশী

তুমি কি যে রুপসী

মন চায় ময়না, পাখির মতো

বুকের পিঞ্জরে পুষি।

সমাপ্ত

লাইক দিতে ভুলবেন না প্লিজ

ধন্যবাদান্তে হাসি

Monir Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে