menu-iconlogo
huatong
huatong
monir-khan-onek-sopno-chilo-cover-image

Onek Sopno Chilo

Monir Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

তুমি হীনা মরুভুমি আমার এ জীবন

এখন আমার কেউ নেই যে আপন

ভূলতে পেরেছো তুমি ভূলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

পৃথিবী আদার হল তোমারই কারণে

বেঁচে থেকে সুঃখ নেই সুঃখ বুঝি মরনে

ও-পৃথিবী আদার হল তোমারই কারণে

বেঁচে থেকে সুঃখ নেই সুঃখ বুঝি মরনে

তবুও জানতে চাই আছ গো কেমন

এখন আমার কেউ নেই যে আপন

ভূলতে পেরেছো তুমি ভূলেনি এ মন

এ জনমে নাইবা তোমাকে পেলাম

পরজনমে পাবো আশা রাখলাম

ও-এ জনমে নাইবা তোমাকে পেলাম

পরজনমে পাবো আশা রাখলাম

এভাবে মরতে চাই সুখেরই মরন

এখন আমার কেউ নেই যে আপন

ভূলতে পেরেছো তুমি ভূলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

তুমি হীনা মরুভুমি আমার এ জীবন

এখন আমার কেউ নেই যে আপন

ভূলতে পেরেছো তুমি ভূলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে.

Monir Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে