menu-iconlogo
huatong
huatong
avatar

আমার রঙ্গিলা দেওরা গো

Monirulhuatong
🎸𝐌𝐎𝐍𝐈𝐑𝐔𝐋≛⃝⃕🕊️🅵🅼.🅱️🅳huatong
লিরিক্স
রেকর্ডিং
আপলোড বাই <>মনিরুল

মেয়ে// আমার রঙ্গিলা দেওরা গো...ও

তোমার ভাব সাব ভালো না

টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ওরে টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ছেলে// আমার টুলটুলি ভাবি গো..ও

আমার পরানের ময়না

আলতা রাঙা পাউ দেইখা আমার সবুর মানে না

তোমার আলতা রাঙা পাউ দেইখা আমার সবুর মানে না

মেয়ে// আমার রঙ্গিলা দেওরা গো..ও

তোমার ভাব সাব ভালো না

টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ওরে টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

আপলোড বাই <>মনিরুল

ফারহান মিউজিক একাডেমি

ছেলে // ভাবি শিংরি মাছ কোটে

ভাবি শিংরি মাছ কোটে

খাইষ্টা শিংরি মারছে গো কাটা সোনার ওই হাতে

খাইষ্টা শিংরি মারছে গো কাটা ভাবির ওই হাতে

মেয়ে // আমার রঙ্গিলা দেওরা গো..ও

দেওরা মাছ মাইরা আনছে

মাছ কুডিতে মারছে গো কাটা পরান যায় বিষে

ওরে মাছ কুডিতে মারছে গো কাটা পরান যায় বিষে

ছেলে// ভাবি নইগ ধইরা কান্দে..

ভাবি হাত ধইরা কান্দে

অল্প বয়সের ভাবি গো আমার নইক ধইরা কান্দে

ওরে অল্প বয়সের ভাবি গো আমার হাত ধইরা কান্দে

মেয়ে// আমার রঙ্গিলা দেওরা গো..ও

তোমার ভাব সাব ভালো না

টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

দেওরা টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ছেলে// ভাবি জানিয়া ও জানে না...

ভাবি বুঝিয়াও বুঝে না

অল্প বয়সের দেওরা গো আমি তোমার দিওয়ানা

ভাবি অল্প বয়সের দেওরা গো আমি তোমার দিওয়ানা

মেয়ে// আমার রঙ্গিলা দেওরা গো..ও

তোমার ভাব সাব ভালো না

টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

দেওরা টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ছেলে// আমার টুলটুলি ভাবি গো...ও

আমার পরানের ময়না

আলতা রাঙা পাউ দেইখা আমার সবুর মানে না

তোমার আলতা রাঙা পাউ দেইখা আমার সবুর মানে না

মেয়ে// দেওরা টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ছেলে// ওরে অল্প বয়সের দেওরা গো আমি তোমার দিওয়ানা

মেয়ে//দেওরা টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোনা

ছেলে//ভাবি অল্প বয়সের দেওরা গো আমি তোমার দিওয়ানা

মেয়ে//দেওরা টেরা চোখের নজর দিয়া আমায় পাগল কইরোন

Monirul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে