আপলোড বাই মনিরুল
Sm.BD Family
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
মনের মানুষকে কি ভুলে থাকা যায়
ভুলে যেতে চাইলে মনে পরে যায়
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
আপলোড বাই মনিরুল
Sm.BD. Family
না পায়ারি মাঝে আছে বেদনারি সুখ
ভুলে যেতে চাইলে ভাসে তরই মুখ
না পায়ারি মাঝে আছে বেদনারি সুখ
ভুলে যেতে চাইলে ভাসে তরই মুখ
মনের মানুষকে কি ভুলে থাকা যায়
ভুলে যেতে চাইলে মনে পরে যায়
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা
আপলোড বাই মনিরুল
Sm.Bd Family
প্রেমেরি মরণ বলো কখনো কি হয়
প্রেমিকার মনে তা যুগে যুগে রয়
প্রেমেরি মরণ বলো কখনো কি হয়
প্রেমিকার মনে তা যুগে যুগে রয়
মনের মানুষকে কি ভুলে থাকা যায়
ভুলে যেতে চাইলে মনে পরে যায়
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা
ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা
ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা
ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা
ধন্যবাদ