menu-iconlogo
huatong
huatong
avatar

JARE NIJE TUMI - Listener's Track

Rabindrahuatong
Listener____🎧huatong
লিরিক্স
রেকর্ডিং
যারে নিজে তুমি

রবীন্দ্র সঙ্গীত

>>>Listener's Track<<<

*********

যারে নিজে তুমি ভাসিয়েছিলে

দুঃখধারার ভরা স্রোতে

নিজে তুমি...

তারে ডাক দিলে

তারে ডাক দিলে আজ

কোন খেয়ালে আবার তোমার

ও পার হতে যারে নিজে তুমি

যারে নিজে তুমি ভাসিয়েছিলে

>>>Listener's Track<<<

**********

শ্রাবণ-রাতে বাদল-ধারে

উদাস ক’রে

কাঁদাও যারে আবার তারে

ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে

নিজে তুমি

যারে নিজে তুমি ভাসিয়েছিলে

>>>Listener's Track<<<

********

এ পার হতে ও পার ক’রে

বাটে বাটে ঘোরাও মোরে

এ পার হতে ও পার ক’রে

বাটে বাটে ঘোরাও মোরে

কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা,

এই কি তোমার

এই কি তোমার একই খেলা

কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা,

এই কি তোমার

এই কি তোমার একই খেলা

লাগাও ধাঁধা বারে বারে

এই আঁধারে এই আলোতে

নিজে তুমি

যারে নিজে তুমি ভাসিয়েছিলে

দুঃখধারার ভরা স্রোতে

নিজে তুমি

তারে ডাক দিলে

তারে ডাক দিলে আজ কোন্‌ খেয়ালে

আবার তোমার ও পার হতে

যারে নিজে তুমি

যারে নিজে তুমি ভাসিয়েছিলে

>>>ধন্যবাদ<<<

Rabindra থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে