তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না না না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
হৃদয় মোহনো গোরা, কোন গুনিজনার মনোহরা
হৃদয় মোহনো গোরা, কোন গুনিজনার মনোহরা
ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌড়
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেবো না
ওরে যেতে চাইলে যেতে দেবো না, না না না
না না না যেতে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না