menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশ হারায় নীল

Robi Chowdhuryhuatong
লিরিক্স
রেকর্ডিং
ছেলে: আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারায় ফুল,

নদী হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

মেয়ে: আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারাই ফুল

নদী হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

ছেলে: পথিক হারায় পথ চলারি পথে

প্রেমিক হারায় প্রেম ভুলেরি স্রোতে

মেয়ে: পথিক হারায় পথ চলারি পথে

প্রেমিক হারায় প্রেম ভুলেরি স্রোতে

আমি চলারি পথে কোনো ও ভুলেরি সাথে

দেবোনা জীবন জড়াতে

ছেলে: আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

মেয়ে: বাউল হারায় ঘর সুরেরি টানে

নাবিক হারায় দিক ঝড়ের ও বানে

ছেলে: বাউল হারায় ঘর সুরেরি টানে

নাবিক হারায় দিক ঝড়ের ও বানে

কারো মায়ারি টানে কোনো প্রেমেরি বানে

দেবোনা হৃদয় ভাসাতে

মেয়ে: আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

ছেলে: আকাশ হারায় নীল হারায় আলোর দিন

বাগান হারায় ফুল

নদী হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

মেয়ে: আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারায় ফুল

নদী হারায় কুল

ছে মে: আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে আমি চাইনা

তোমায় হারাতে আমার সুখের প্রদীপ নিভাতে

Robi Chowdhury থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে