menu-iconlogo
huatong
huatong
avatar

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি যখন ঝরেরে

Robi Chowdhuryhuatong
লিরিক্স
রেকর্ডিং
আ...আ ..আ ..আ ..আ ..আ

ও ..ও..ও..ও..

লা লা লা লা লা লা

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি যখন ঝরেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

এই লগনে, তুমি কোন খানে

বলোনা আ আ আ আ আ

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি যখন ঝরেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

সূর্য যদি, আলো না দেয়

কোন ও ক্ষতি নেই তাতে

এই মনটারে রাঙ্গিয়ে নেবো

তোমার চোখের আলোতে

তোমারি ছিলাম, তোমারি আছি

কেন, বোঝোনা আ আ

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি যখন ঝরেরে

তোমার কথা, শুধু মনে পড়েরে

তোমাকে নিয়ে, ভাবি যখন

মনেরি গীতি কবিতায়

এক এক করে, এই জীবনে

সবই যেন, মিলে যায়

তোমারি ছিলাম, তোমারি আছি

কেন বোঝোনা আ আ

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি যখন ঝরেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

এই লগনে, তুমি কোন খানে

বলোনা আ আ আ আ আ

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি যখন ঝরেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহেরে

তোমার কথা শুধু মনে পড়েরে

THANK YOU SO MUCH

Robi Chowdhury থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে