ওগো পল্লীবালা তুমি
ওগো পল্লীবালা তুমি
দুরে যেও না
চাঁদের এই চাঁদনী রাতে
ব্যাথা দিও না
চাঁদের এই চাঁদনী রাতে
ব্যাথা দিও না
@Shydur Rahman
ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো
বাতাস বলে তোমায় বাসিতে ভালো
ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো
বাতাস বলে তোমায় বাসিতে ভালো
চাঁদের মতো হেঁসে হেঁসে
চাঁদের মতো হেঁসে হেঁসে
চলে যেও না
চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না
চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না
@Shydur Rahman
এই পৃথিবী এখন ঘুমেতে বিভোর
তুমি আমি জেগে আছি ধরনীর উপর
এই পৃথিবী এখন ঘুমেতে বিভোর
তুমি আমি জেগে আছি ধরনীর উপর
এই মধুর রাত ফেলে
এই মধুর রাত ফেলে
নীরব থেকো না
চাঁদের এই চাঁদনী রাতে,ব্যাথা দিও না
চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না
ওগো পল্লীবালা তুমি
ওগো পল্লীবালা তুমি
দুরে যেও না
চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না
চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না
@Shydur Rahman