উৎসর্গঃ প্রয়াত নায়ক মান্না'কে
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণও পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামই সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাঁরা সূতো
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাঁরা সূতো
সকলই ভবে তোমার পর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে
শিরা উপশিরা গুলি ছিন্নভিন্ন হবে
মুন্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড
মুন্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড
পরে রবে মাটিরও উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
SK LOVE SONG GROUP
রুপেরই গৌরবে সাজিয়াছো সাজ
সোনা দানা কত কি আর রাজকী পোশাক
যেদিন প্রাণও চলে যাবে
সবই পরে রবে
প্রাণও চলে যাবে
সবই পরে রবে
গায়ে দেবে মার্কি নুঠান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার