menu-iconlogo
huatong
huatong
avatar

মা আর প্রবাসী ছেলের কষ্টের কথা

Sabbir Mahmudhuatong
লিরিক্স
রেকর্ডিং
এই প্রবাসী গল্পটা কেউ

খারাপ মাইন্ডে নিবেন না

আমরা প্রবাস এ থাকি.

আর প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝি বিধায়

আমার মন থেকে আমি এটা লেখেছি

ভালো লাগলে সবাই জয়েন করবেন

কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ

প্রবাস মানেই কষ্ট

আর প্রবাস মানে যন্ত্রণা

আর প্রবাস মানেই হলো যুদ্ধ

(আমরা প্রবাসী, আমারা নিজে)

হাজার কষ্টে থেকেও কখন

মা বাবার বা স্ত্রীরর কাছে বলি না:

আজ ঈদের দিনে ও আমরা প্রবাসীরা মিথ্যা বলি

মায়ের সাথে, বাবার সাথে

নিজের বিবেক এর কাছে ও

বাংলাদেশ থেকে মায়ের কল

প্রবাসী ছেলের কাছে

মোবাইল এ রিং হচ্ছে.........

ছেলেঃ আরে...... হঠাৎ মা কল দিচ্ছে কেনো?

কলটা কেটে ছেলে মা'কে কল দিলোলো

ছেলেঃ আসসালামু আলাইকুম মা

কেমন আছো...মা

মাঃ এই তো বাবা আমি ভালো আছি,

তুই কেমন আছিস বাবা....?

ছেলেঃ কান্না চোখে , আমিও ভালো আছি মা

বাজান কেমন আছে?

কতদিন হলো বাজান এর সাথে

কথা বলা হয় না.......

মাঃ হ্যাঁ ভালো আছে।।

আজকে তো তোমার ওখানে ঈদ,,তাই না বাবা

ছেলেঃ ঈদ মানে.... মানে,,

হ্যাঁ মা হ্যাঁ ঈদ

আজকে আমাদের এখানে ঈদ।

মাঃ তুমি এখন কোথায় বাজান?

ছেলেঃ আমি... এইতো

আজ তো ঈদ তাই অনেক মজা করতাছি

কান্নার স্বরে

মাঃ ঈদের খাবার রান্না করস নাই বাবা?

ছেলেঃ হ্যাঁ মা রান্না করছি

সকালে তো রান্না নিয়েই বিজি ছিলাম

অনেককিছু রান্না করেছি

মাঃ কি রান্না করছত বাজান?

ছেলেঃ এইত পোলাও,বিরানি,মুরগীর মাংস

গরুর মাংস মিঠা আরো অনেককিছু মা

(এটাও ছিলো প্রবাসীর মিথ্যা কথা

কাজে থেকে ও মা'কে মিথ্যা

শান্তানা দিয়ে বুঝাচ্ছে

আমরা প্রবাসীরা হাজার কষ্ট চাপা দিয়ে

দিনের পর দিন এত কষ্ট করি শুধু

পরিবার এর মুখে হাসি ফুটানোর জন্য)

মাঃ খাইছত বাজান.......?

ছেলেঃ না....... মা

এইত এখন খাবো

সবাই খারার নিয়ে বসে আছি

তোমার সাথে কথা শেষ হলেই খামু মা

মাঃ তাহলে তুই খাঁ বাজান...

আমি তোর খাওয়ার শব্দ শুনে কল রাখবো

কতদিন দরে তুই বিদেশ এ

তোর খাওয়ার শব্দটা শুনলে ও

আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাজান।

কিরে বাজান কথা কইতাছত না কেন?

তুই কি খাইতাছত বাজান?

কান্না স্বরে

ছেলেঃ হ্যাঁ মা আমি খাইতাছি ,,

কেনো মা তুমি শব্দ পাও না

আমি খাইতি মা আমি খাইতাছি

মাঃ হো বাজান আমি শব্দ পাইতাছি

তুই খাঁ বাজান খাঁ

মনটা ভরে খাঁ বাজান

তুই খাইলে মা'র মনটা ঠান্ডা হবে বাজান

মা ছেলের কান্না আর ধরে রাখতে পারল না

এভাবেই আমরা প্রবাসীরা

প্রতিনিয়ত মিথ্যা বলেই যাচ্ছি।

কিসের ঈদ কিসের ভালো খাবার

কিসের ভালো,জামা কাপড়

সিসের ওই বা ঘুরাঘুরি

আমাদের ঘুরাঘুরি হলো ,

ভোর ৪ টা বাজে উঠে ডিউটিতে যাওয়া

আর সন্ধা ৭ টায় বাসায় আসা

এটাই আমাদের জীবন যুদ্ধ

কেউকে বুঝবে না প্রবাসীর দুঃখ কষ্ট

Sabbir Mahmud থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে