menu-iconlogo
huatong
huatong
saif-zohan-valo-achi-valo-theko-cover-image

Valo Achi Valo Theko

Saif Zohanhuatong
লিরিক্স
রেকর্ডিং

ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো।

ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো।

দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

পুষে রাখে যেমন ঝিনু্ক

খোলসের আবরণে মুক্তোর সুখ

পুষে রাখে যেমন ঝিনু্ক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার নিবিঢ় ছোঁয়া.

ভিতরের এই অন্তরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ীর আগডাল

ফসলের ঝুম

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ীর আগডাল ফসলের ঝুম

তেমনি তোমার নিবিঢ় চলা

ভেতরের এই বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে …

Saif Zohan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে