তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা
কেনো তুমি বুঝ না
আমার মনের ব্যাথা
পাবো তোমায় খুজে আমি কোথায়
সেই তুমি কেনো এত অচেনা
আমাকে তুমি বুঝেও বুঝলে না
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা
হৃদয়টার মাজারে রাখিলাম আদরে
কত যত্নে পুষিয়া
এভাবে আমাকে অবহেলা করে
কেনো গেলে চলিয়া
হৃদয়টার মাজারে রাখিলাম আদরে
কত যত্নে পুষিয়া
এভাবে আমাকে অবহেলা করে
কেনো গেলে চলিয়া
কে বুঝে আমাকে তুমি বিহনে
ভুলে গেছো কি সব সৃতি
বুঝি না কেনো যে রোজ রাতে স্বপ্নে
শুধু করো ডাকাডাকি
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা