"ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না"
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না...
কারো জন্য কারো জীবন থেমে থাকেনা
সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না
আমার জায়গায় বসিয়েছো,
অন্য কাউকে যেমন
তোমার জায়গাও দিয়ে দিবো,
অন্য কাউকে তেমন
আমার জায়গায় বসিয়েছো,
অন্য কাউকে যেমন
তোমার জায়গাও দিয়ে দিবো,
অন্য কাউকে তেমন
কারো জন্য কারো জীবন থেমে থাকেনা
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না
আ..... আ..... আ......
আ..... আ..... আ......
ভাবেনা যে আমায় নিয়ে
তাকে কেন ভাববো
যার কাছে প্রেম ছেলে খেলা তার
প্রেমে কেন ভাসবো
ভাবেনা যে আমায় নিয়ে
তাকে কেন ভাববো
যার কাছে প্রেম ছেলে খেলা তার
প্রেমে কেন ভাসবো
কারো জন্য কারো জীবন,থেমে থাকেনা
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না
কারো জন্য কারো জীবন থেমে থাকেনা
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না
ভেবেছিলাম তুমি ছাড়া,জীবন চলবে না