নাতাশা এবং ব্লাক ডে আরএসবি গ্রুপ
আমার অন্তর পুইরা হইল কালা কেউতো দেখেনা
কত সুখে আছি আমি তুমি জানো না
কথা ছিলো আমায় ছেড়ে তুমি যাবে না
আমায় কি আর বন্ধু তোমায় মনে পড়ে না
তুমি কোন সুখেরি আসায়
আমায় গেলা ছাড়িয়া
তোমায় ছাড়া আর আমার মন মানে না
তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো
হইয়া গেছ এখন তুমি কার
তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো
হইয়া গেছ এখন তুমি কার
কেউ গান কপি করবেন না
সবাই সুস্থ থাকুন এবং
নতুন গানের সাথে থাকুন
দিবানিশি তোমায় ভাবি প্রানো বন্ধুরে
তোমায় ছাড়া মন বসে না একলা ঘরে
দিবানিশি তোমায় ভাবি প্রানো বন্ধুরে
তোমায় ছাড়া মন বসে না একলা ঘরে
তোমার লাগি কলিজা আঙ্গার
আমার প্রাণ সখি গো
হইয়া গেছ এখন তুমি কার
তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো
হইয়া গেছ এখন তুমি কার
আমার অন্তর পুইরা হইল কালা কেউতো দেখেনা
কত সুখে আছি আমি তুমি জানো না
তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো
হইয়া গেছ এখন তুমি কার
নাতাশা আর এস বি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ