menu-iconlogo
huatong
huatong
avatar

Kande Mon Amar

Samz vaihuatong
লিরিক্স
রেকর্ডিং
নাতাশা এবং ব্লাক ডে আরএসবি গ্রুপ

আমার অন্তর পুইরা হইল কালা কেউতো দেখেনা

কত সুখে আছি আমি তুমি জানো না

কথা ছিলো আমায় ছেড়ে তুমি যাবে না

আমায় কি আর বন্ধু তোমায় মনে পড়ে না

তুমি কোন সুখেরি আসায়

আমায় গেলা ছাড়িয়া

তোমায় ছাড়া আর আমার মন মানে না

তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো

হইয়া গেছ এখন তুমি কার

তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো

হইয়া গেছ এখন তুমি কার

কেউ গান কপি করবেন না

সবাই সুস্থ থাকুন এবং

নতুন গানের সাথে থাকুন

দিবানিশি তোমায় ভাবি প্রানো বন্ধুরে

তোমায় ছাড়া মন বসে না একলা ঘরে

দিবানিশি তোমায় ভাবি প্রানো বন্ধুরে

তোমায় ছাড়া মন বসে না একলা ঘরে

তোমার লাগি কলিজা আঙ্গার

আমার প্রাণ সখি গো

হইয়া গেছ এখন তুমি কার

তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো

হইয়া গেছ এখন তুমি কার

আমার অন্তর পুইরা হইল কালা কেউতো দেখেনা

কত সুখে আছি আমি তুমি জানো না

তোমার লাগি কান্দে মন আমার প্রান সখি গো

হইয়া গেছ এখন তুমি কার

নাতাশা আর এস বি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Samz vai থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে