menu-iconlogo
huatong
huatong
avatar

Moira Gele Kanba Thiki

Sathi Khanhuatong
ᶜˢ𝐍𝐞𝐰𝐭𝐨𝐧🔥,huatong
লিরিক্স
রেকর্ডিং
মইরা গেলে কানবা ঠিকই

বাঁইচা থাকতে বুঝলা না

হাতের ধন ঠেললা পায়ে

আপন মানুষ খুঁজলা না

আঙ্গুল ধরে তাকাই দেখো

মায়া মায়া লাগবে গো

চোখটা একটু বাঁকাই দেখো

কষ্ট মনে জাগবে গো

হারাই গেলে সাধবা ঠিকই

এখন যারে বুঝলা না

হাতের ধন ঠেললা পায়ে

আপন মানুষ খুঁজলা না

কপালে হাত রাইখা দেখো

নিজের ভাগ্য পাইবা গো

ঠোঁটের কাছে থাইকা দেখো

থাকতে আরও ছাইবা গো

ও.. কপালে হাত রাইখা দেখো

নিজের ভাগ্য পাইবা গো

ঠোঁটের কাছে থাইকা দেখো

থাকতে আরও ছাইবা গো

একা একা হাসবা ঠিকই

আজ যে ভাষা বুঝলা না

হাতের ধন ঠেলনা পায়ে

আপন মানুষ খুজলা না

মইরা গেলে কানবা ঠিকই

বাইচা থাকতে বুঝলা না

হাতের ধন ঠেললা পায়ে

আপন মানুষ খুজলা না।

Sathi Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে