<==কণ্ঠশিল্পী==>
<==এসডি রুবেল==>
অন্তরে যার নাইরে মমতা
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
অন্তরে যার নাইরে মমতা
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
মন না চিনে মন সপিয়া দুঃখ পাইওনা…
দুঃখ পাইওনা হায়রে প্রানে মইরোনা
হায়রে প্রানে মইরোনা…
অন্তরে যার নাইরে মমতা…
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
>একটু অপেক্ষা করুন<
এই সমাজে সেইতো দামি রে…
বাহিরটা যার রঙ বাহারি রে…
ভালোবাসার নাইরে কোন দাম…
<===Music===>
মনটা দিয়া মন চায়াছি রে…
সেতো মনের দাম দিলোনা রে…
আমার শুধু হইলোরে বদনাম…
তাই তোমাদের যাই বলিয়া রূপে মইজো না…
রূপে মইজো না হায়রে প্রানে মইরোনা
হায়রে প্রানে মইরোনা…
অন্তরে যার নাইরে মমতা…
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
>একটু অপেক্ষা করুন<
প্রেম অনলে পুড়তে হবে রে…
চোখের জলে নদী হবে…
মনের মানুষ করলে ছলনা…
<===Music===>
তাইতো আমি জানাই সবাইরে…
মনের মানুষ মন ভাঙ্গিলে রে…
রইবে না তো কোন সান্তনা…
মন বুঝিয়া প্রেম করিতে তোমরা ভুইলোনা
তোমরা ভুইলোনা হায়রে প্রানে মইরোনা
হায়রে প্রানে মইরোনা…
অন্তরে যার নাইরে মমতা…
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
অন্তরে যার নাইরে মমতা…
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
মন না চিনে মন সপিয়া দুঃখ পাইওনা…
দুঃখ পাইওনা হায়রে প্রানে মইরোনা
হায়রে প্রানে মইরোনা…
অন্তরে যার নাইরে মমতা…
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
অন্তরে যার নাইরে মমতা…
বোঝে না সে প্রেমেরই ব্যথা…
((ধন্যবাদ সবাইকে))