শিল্পী এস ডি রুবেল
সে আমার আর তো রইল না
অপেক্ষার প্রহর গুনলো না
সে আমার আর তো রইল না
অপেক্ষার প্রহর গুনলো না
(একটু অপেক্ষা করুন)
সুখ পাখিটা ধরবো বলে
এসেছিলাম দূর প্রবাসে
স্বপ্নপূরণ করতে শেষে
সব হারালাম অবশেষে
(একটু অপেক্ষা করুন)
সুখ পাখিটা ধরবো বলে
এসেছিলাম দূর প্রবাসে
স্বপ্নপূরণ করতে শেষে
সব হারালাম অবশেষে
টাকা কড়ি পেলাম হাতে
গাড়ি চড়ি রাত বিরাতে
বুকটা শুধু খা খা করে
মন পাখিটার শূন্য তাতে
সে আমার আর তো রইল না
অপেক্ষার প্রহর গুনলো না
এ জীবনে আমার হইল না
তারে আমি ভুলতে পারিনা
এ জীবনে আমার হইল না
তারে আমি ভুলতে পারিনা
(একটু অপেক্ষা করুন)
ছুটছে সবাই নিজের মতো করে…
অজানা এই ঝলমল এ শহরে…
সবাই যেন রিসের ঘোড়া
ভালোবাসা দিশেহারা
হারালো সুখেরই ঠিকানা…
ছুটছে সবাই নিজের মতো করে…
অজানা এই ঝলমল এ শহরে…
সবাই যেন রিসের ঘোড়া
ভালোবাসা দিশেহারা
হারালো সুখেরই ঠিকানা…
সে আমার আর তো রইল না
অপেক্ষার প্রহর গুনলো না
এ জীবনে আমার হইল না
তারে আমি ভুলতে পারিনা
এ জীবনে আমার হইল না…
পাখিটারে ভুলতে পারিনা
(একটু অপেক্ষা করুন)
পাওয়া না পাওয়ার বেদনাতে…
জীবন চলে জীবনের গতিতে…
কেউ বোঝেনা মনের ব্যথা
সবাই শুনে টাকার কথা
আমি খুঁজি তারই ঠিকানা…
পাওয়া না পাওয়ার বেদনাতে…
জীবন চলে জীবনের গতিতে…
কেউ বোঝেনা মনের ব্যথা
সবাই শুনে টাকার কথা
আমি খুঁজি তারই ঠিকানা…
সে আমার আর তো রইল না
অপেক্ষার প্রহর গুনলো না
এ জীবনে আমার হইল না
তারে আমি ভুলতে পারিনা
এ জীবনে আমার হইল না
পাখিটারে ভুলতে পারিনা
সুখ পাখিটা ধরবো বলে
এসেছিলাম দূর প্রবাসে
স্বপ্নপূরণ করতে শেষে
সব হারালাম অবশেষে
টাকা কড়ি পেলাম হাতে
গাড়ি চড়ি রাত বিরাতে
বুকটা শুধু খা খা করে
মন পাখিটার শূন্য তাতে
সে আমার আর তো রইল না
অপেক্ষার প্রহর গুনলো না
এ জীবনে আমার হইল না
তারে আমি ভুলতে পারিনা
এ জীবনে আমার হইল না…
পাখিটারে ভুলতে পারিনা…
(ধন্যবাদ সবাইকে)