menu-iconlogo
huatong
huatong
avatar

আগের বাহাদুরি এখন গেলো কোই ager bahaduri

Shah Abdul Karimhuatong
লিরিক্স
রেকর্ডিং
আগের বাহাদুরী এখন গেলো কৈই, গেলো কৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই.

চলিতে চরণ চলেনা, চলিতে চরণ চলেনা

দিনে দিনে অবস হয়ই

আগের বাহাদুরী এখন গেলো কৈই, গেলো কৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই.

মাথায় চুল পাকিতেছে

মুখের দাঁত নড়িতেছে

চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই.

মাথায় চুল পাকিতেছে

মুখের দাঁত নড়িতেছে

চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই.

মন টোলেনা রং তামাশায়,

মন টোলেনা রং তামাশায়,

আলস্য এসেছে দেহায়

কথা বলতে ভুল হয়ে যায়, মধ্যে মধ্যে আটক হয়

আগের বাহাদুরী এখন গেলো কৈই, গেলো কৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই.

কমিতেছে তিলে তিলে

ছেলেরা মুরুব্বি বলে

ভবের জনম গেলো বিফলে,

এখন সেই ভাবনায় রই..

কমিতেছে তিলে তিলে

ছেলেরা মুরুব্বি বলে

ভবের জনম গেলো বিফলে,

এখন সেই ভাবনায় রই.

আগের মতো খাওয়া যায় না

আগের মতো খাওয়া যায় না

বেশি খাইলে হজম হয়না,

আগের মতো কথা কয় না,নাচে না রঙের বাড়ৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই, গেলো কৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই.

হৃদয়ে বাংলাদেশ

ছেলে বেলা ভালো ছিলাম

বড় হয়ে দায় ঠেকিলাম

সময়ের মূল্য না দিলাম,তাই তো জবাব দিহি হই

ছেলে বেলা ভালো ছিলাম

বড় হয়ে দায় ঠেকিলাম

সময়ের মূল্য না দিলাম,তাই তো জবাব দিহি হই

যা হবার,তা হয়ে গেছে,

যা হবার,তা হয়ে গেছে

আব্দুল করিম ভাবিতেছে

এমন একদিন আসবে কাছে, একেবারেই করবে সই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই, গেলো কৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই.

চলিতে চরণ চলেনা, চলিতে চরণ চলেনা

দিনে দিনে অবস হয়ই

আগের বাহাদুরী এখন গেলো কৈই, গেলো কৈই.

আগের বাহাদুরী এখন গেলো কৈই.

Shah Abdul Karim থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে