চলোনা যাই বসি নিরিবিলি
Singers : Shawon and Tutul
Arranged By Rana
*************
*************
(F) চলোনা যাই বসি নিরিবিলি
দুটি কথা বলি নিচু গলায়
(M) চলোনা যাই বসি নিরিবিলি
দুটি কথা বলি নিচু গলায়
আজ তোমাকে ভোলাব আমি
আমার মিস্টি কথামালায়
(M+F) চলোনা যাই বসি নিরিবিলি
দুটি কথা বলি নিচু গলায়
(F)রারা রা তাত্তা
রারা রা তাত্তা
রারা রা তাত্তা রারা
রারা রা তাত্তা
রারা রা তাত্তা
রারা রা তাত্তা রারা
*************
*************
(F) তোমাকে বলবো হ্যালো মিস্টার
খবর শুনেছ নাকি
তোমার আমার প্রণয় নিয়ে
দেশ জুড়ে মাতামাতি
তোমাকে বলবো হ্যালো মিস্টার
খবর শুনেছ নাকি
তোমার আমার প্রণয় নিয়ে
দেশ জুড়ে মাতামাতি
(M+F) ঢাকা শহরের অলিতে-গলিতে
তোমার আমার পোস্টার
সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি
তোমার এবং আমার
*************
*************
(F) আমাদের কথা সংসদে গেছে
দুই নেত্রী ই রাজি
তারা বলেছেন আর দেরি কেন
এখনই ডাকুন কাজী
আমাদের কথা সংসদে গেছে
দুই নেত্রী ই রাজি
তারা বলেছেন আর দেরি কেন
এখনই ডাকুন কাজী
তারপরেও তুমি চুপ করে কেন
তাকাবেনা মমতায়
আর তোমাকে ভোলাব আমি
মিস্টি কথামালায়
(F) চলোনা যাই বসি নিরিবিলি
দুটি কথা বলি নিচু গলায়
আজ তোমাকে ভোলাব আমি
আমার মিস্টি কথামালায়
(M+F) চলোনা যাই বসি নিরিবিলি
দুটি কথা বলি নিচু গলায়
==ধন্যবাদ==