আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি রূপ নেহারি
দর্পণ ধরি রূপ নেহারি
পুরাইতাম মনের খায়েশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম চামেলী দিয়া গো
কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম চামেলী দিয়া গো
আমি হইতাম দাসী ভালোবাসি
হইতাম দাসী ভালোবাসি
চিরুনি করিতাম কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
শ্যামসুন্দর যমুনার মাঝে
কত রঙের ঢেউ সাজে গো
শ্যামসুন্দর যমুনার মাঝে
কত রঙের ঢেউ সাজে গো
আরি ঢেউয়ের চোটে উঁহু উঠে
ঢেউয়ের চোটে উঁহু উঠে
নিমেষে হয় নিরুদ্দেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
সৈয়দ শাহনুরে বলে
শ্যামানলে অঙ্গ জ্বলে গো
সৈয়দ শাহনুরে বলে
শ্যামানলে অঙ্গ জ্বলে গো
যদি সেই রূপ সাপিনী হইয়া
সেই রূপ সাপিনী হইয়া
আমারে মারিত বিষ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি রূপ নেহারি
দর্পণ ধরি রূপ নেহারি
পুরাইতাম মনের খায়েশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ