menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
আজ দোলে মন কার ইশারাতে (2)

লাগে ভালো আজকে সারাদিন

খুশীতে যেন মন ভরে যায়

অলি আঁখি মেলে চায়…….

আজ দোলে মন কার ইশারাতে

লাগে ভালো আজকে সারাদিন

খুশীতে যেন মন ভরে যায়

অলি আঁখি মেলে চায়…….

আজ দোলে মন কার ইশারাতে

কার ইশারাতে কার ইশারাতে

হাসনাহানা হেসে বলে

আজকে খুশি কেন

আ……. আ…

হাসনাহানা হেসে বলে

আজকে খুশি কেন

ও……যে ছিল স্বপনে বুঝি এ লগনে

যে ছিল স্বপনে বুঝি এ লগনে

আমাকে সাথে নিয়ে যায়…..

আজ দোলে মন কার ইশারাতে

লাগে ভালো আজকে সারাদিন

খুশীতে যেন মন ভরে যায়….

অলি আঁখি মেলে চায়…….

আজ দোলে মন কার ইশারাতে

কার ইশারাতে ও… কার ইশারাতে

চমকে ওঠে চামেলি বেলি

বনে ফাগুন এলো

আ……চমকে ওঠে চামেলি বেলি

বনে ফাগুন এলো

ও…..পাপিয়া কোকিলা তাই বসন্ত

পাপিয়া কোকিলা তাই বসন্ত

পাহাড় সুরে গায়…..

আজ দোলে মন কার ইশারাতে

আজ দোলে মন কার ইশারাতে

লাগে ভালো আজকে সারাদিন

খুশীতে যেন মন ভরে যায়…..

অলি আঁখি মেলে চায়…..

আজ দোলে মন কার ইশারাতে

কার ইশারাতে ও…. কার ইশারাতে

ও… কার ইশারাতে ও… কার ইশারাতে

Shivadrita Bhattacharyya থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে