menu-iconlogo
logo

Bibiya (Lofi Remix)

logo
লিরিক্স
ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

আঁধি রাতে চাঁদ তুই আজ ঘুম দে রে আঁকিয়া

ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

দিবো সাগর পাড়ি তোর মুখ খানি বুকের পানে লইয়া

আবার ভোর হইলে ফিরবো যদি থাকে জান জাগিয়া

দিবো সাগর পাড়ি তোর মুখ খানি বুকের পানে লইয়া

আবার ভোর হইলে ফিরবো যদি থাকে জান জাগিয়া

ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

একূল-ওকূল নাহি দেখি, ঝড়ের লগে যুঝতেছি

মন আমার কেমন করে ফিরার লাগি তোর কাছে

সারা রাতের ঘুম আমার, সারা দেহের যত গ্লানি

ভুলে যাই সব, যখনই দেখি মুখ তোর একটুখানি

ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

ঘুম যা রে বিবিয়া, ঘুম যা রে বিবিয়া

Shunno/Mashuq Haque-এর Bibiya (Lofi Remix) - লিরিক্স এবং কভার