হুম হুম হুম হু হু
আ হা হা হা… হা হা..
আহা হা হা হা হা হা হা
আহা হা হা হা হা হা হা
আমি খোলা জানালা..
তুমি ওই দখিনা বাতা..স
আমি নিঝুম.. রাত
তুমি কোজাগরি আকা…শ
আমি খোলা জানালা..
তুমি ওই দখিনা বাতা..স
আমি নিঝুম.. রাত
তুমি কোজাগরি আকা…শ
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে..
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে
তুমি কথা না রাখা নিরালা দুপু..র
আমি বিমনা অবকা…শ
আমি খোলা জানালা..
তুমি ওই দখিনা বাতা..স
আমি নিঝু..ম রাত
তুমি কোজাগরি আকা…শ
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা..
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা
তুমি কাছে না থাকা খেয়ালী সুদু..র
আমি বিরহী ইতিহা…স
আমি খোলা জানালা..
তুমি ওই দখিনা বাতা..স
আমি নিঝু..ম রাত
তুমি কোজাগরি আকা...শ
হুম হুম হুম হুম হুম
আ হা হা হা… হা হা..
হুম হুম হুম হুম হুম