যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কতো কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কতো কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে
আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে
থেমোনা গো কোনমতে
কেউ যদি দেখে ফেলে
আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে
থেমোনা গো কোনমতে
চোখ দুটি ভরো না
অভিমান এ আঁখিজলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
ফাগুনকে আজও মনে পড়ে
মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয়
পুড়ে গেলে আগুনে
ফাগুনকে আজও মনে পড়ে
মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয়
পুড়ে গেলে আগুনে..
তাই বলি দেখা পেলে
ভেঙ্গে তুমি পরোনা গো
স্বরলিপি নাই থাক
গান ভুল করোনা গো
তাই বলি দেখা পেলে
ভেঙ্গে তুমি পরোনা গো
স্বরলিপি নাই থাক
গান ভুল করোনা গো
সব কথা গঞ্জনা
মানো শুধু খেলাছলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কতো কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে