বলি ও ননদী
ও বলি ও ননদী
আর দুমুঠো
আর চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই..
..
বলি ও ননদী বলি ও ননদী
আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে..
...
ইস্টিশনের বাবন মত মিষ্টি পান খেয়ে
আরে ইস্টিশনের বাবুর মত মিষ্টি পান খেয়ে
দেখেন তোরে দেখছে কেমন ডেবডেবিয়ে চেয়ে
..
আরে দেখেন তোরে দেখতছে কেমন
ডেবডেবিয়ে চেয়ে
আমি তাইতো বলি চুল বেঁধে সাজ..
আমি তাইতো বলি চুল বেঁধে সাজ
হলুদ রঙা শাড়িতে ঠাকুর জামাই..
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
...
পাঠাই কারে জেলেপাড়ায় আনতে হবে মাছ
আরে পাঠায় কারে জেলেপাড়ায় আনতে হবে মাছ
আর কিনতে হবে রাঙ্গা আলু..
..
কিনতে হবে রাঙা আলু পটল গুটা পাঁচ
এমন সময় মিনশে দেখি সাবান ঘষে দাড়িতে
ঠাকুর জামাই..
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
...
বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে
ঠাকুর জামাই.. হায় হায়
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে ল ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে..
...