menu-iconlogo
huatong
huatong
avatar

Prem Amar (Title track)

TajWarhuatong
🎶𝐌𝐚𝐡𝐢𝐫𝐓𝐚𝐣𝐮𝐚𝐫♍ᵐᵘˢᵉˢ🎶huatong
লিরিক্স
রেকর্ডিং
ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে

এ প্রেমের ফাগুনে

গলে যায় মন মোমের মতো

হৃদয়ের আগুনে

ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে

এ প্রেমের ফাগুনে

গলে যায় মন মোমের মতো

হৃদয়ের আগুনে

মনে যন্ত্রণা নেই সান্তনা

তবু আশা কি থামে

কিছু স্বপ্ন যে পেলো রঙ খুঁজে

আজ তোমারই নামে

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

এই আগুন দিলো যে ছোঁয়া

পোড়ে মন ওঠে না ধোঁয়া

এই আগুন দিলো যে ছোঁয়া

পোড়ে মন ওঠে না ধোঁয়া

নীল অন্ধকার প্রেম বারে বার

এই বুকে ঢেউ তোলে

বাঁধ ভাঙ্গা সুখ

লাজে রাঙ্গা মুখ

দোলে স্বপ্নেরই কোণে

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

দু'চোখে প্রেমেরই নেশা

খোঁজে আজ শরীরী ভাষা

দু'চোখে প্রেমেরই নেশা

খোঁজে আজ শরীরী ভাষা

সব চুপ কথা হয় রূপকথা

চাঁদ মেঘে যে ঢাকে

মনে রঙ মাখে

স্বপ্ন আঁকে, ভালোবাসারই দাগে

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

প্রেম আমার প্রেম আমার

TajWar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

TajWar-এর Prem Amar (Title track) - লিরিক্স এবং কভার