menu-iconlogo
huatong
huatong
avatar

The Kakku Song By Mahir Tajuar

TajWarhuatong
🎶𝐌𝐚𝐡𝐢𝐫𝐓𝐚𝐣𝐮𝐚𝐫♍ᵐᵘˢᵉˢ🎶huatong
লিরিক্স
রেকর্ডিং
কাক্কু মাথায় বারি খেলো

তার গেলো সব ছিঁড়ে

Comment,multi(multi room), chatting এ কাক্কু

আজাইরা বক বক করে

সবখানে সে তেল ঢালে

মানুষে খায় পিছলা

এইসব দেখে কাক্কুরে ছাড়লো

সবার প্রিয় নীলা

ও সোনিয়া,কাক্কু আমার পাগল হইলে নিও পাবনা

ও সোনিয়া,কাক্কু আমার পাগল হইলে নিও পাবনা

ছাইড়া গেলো নদী-নীলা

কেউ নাই কাক্কুর পাশে

গভীর রাতে কাক্কু আমার

সিগারেট হাতে কাঁদে

Live এ কাক্কু কয়েল জ্বালায়

ধোঁয়া চারিপাশে

সেই ধোঁয়াতে কাক্কু আমার

খুক্কুর খুক্কুর কাশে

ও সোনিয়া,ফুসফুস কাক্কুর Damage হইলে

হাসপাতালে যাইও নিয়া

ও সোনিয়া,কাক্কুর ঘরে Aerosol তুমি

দিও Spray কইরা

দুষ্টু-মিষ্টি কথায় কাক্কু সবাইরে

রাখতে চায় ভুলাইয়া

কৃষ্ণ করলে লীলাখেলা

কাক্কু করলে Character Dheela

দুষ্টু-মিষ্টি কথায় কাক্কু সবাইরে

রাখতে চায় ভুলাইয়া

কৃষ্ণ করলে লীলাখেলা কিন্তু

কাক্কু করলে Character Dheela

ও সোনিয়া,ভেবে চিন্তে কাক্কুরে তুমি

করিও নিকাহ

ও সোনিয়া,বিয়ের সময় দাওয়াত দিও

যাবো পাবনা

TajWar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

TajWar-এর The Kakku Song By Mahir Tajuar - লিরিক্স এবং কভার