menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে

চাঁদ নামেনি এখনও

প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে

ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আঁধারে

তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে

অহেতুক তুমি ছুটেছো

মিঠি স্বস্তি খুঁজেছো

তোমার আমার ব্যবধান এখনও সর্বোচ্চ

আয়নায় চেয়ে দেখো চোখ কী বলে

ঠোঁটে হাসি নেই তোমার

আমি আজ নেই বলে

বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে

চাঁদ নামেনি এখনও

প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে

ইচ্ছে, স্বপ্ন মিশে গেছে আঁধারে

তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে

বদলে দিয়েছে পুরোটা আমাকে

তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে

চাইলে তুমি পারতে একটু আস্থা রাখতে

আমি ঠিকই সব গুছিয়ে নিতাম

তুমি বিশ্বাস রাখোনি

চলে গেছ সুখের মোহে

আমার কান্না পায়ে মাড়িয়ে

হারিয়ে, হারিয়ে গেছ ওই সুদূরে

হারিয়ে, হারিয়ে গেছ কোন সুদূরে

অহেতুক তুমি ছুটেছো

মিঠি স্বস্তি খুঁজেছো

তোমার আমার ব্যবধান এখনও সর্বোচ্চ

আয়নায় চেয়ে দেখো চোখ কী বলে

ঠোঁটে হাসি নেই তোমার

আমি আজ নেই বলে

বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে

চাঁদ নামেনি এখনও

প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে

ইচ্ছে, স্বপ্ন মিশে গেছে আঁধারে

তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে, আমাকে

Tanveer Evan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে