menu-iconlogo
logo

এ মনের আঙ্গিনায়

logo
avatar
Tausif/Lizalogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....logo
অ্যাপে গান গাও
লিরিক্স
[F] উমম উমম উমম উমম উম উমম

উমম উমম উমম উমম উম উমম

উমম উমম উম উম উমম উমম

উমম উমম উম উম উমম উমম..

[M] এ মনের আঙ্গিনায়

তোরই তো ঠিকানা

তোকে ছাড়া যে ছন্নছাড়া

ভালোবাসা তুই বুঝিস না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

[F] এ মনের আঙ্গিনায়

তোরই তো ঠিকানা

তোকে ছাড়া যে ছন্নছাড়া

সে কথা তুই বুঝিস না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না..

হৃদয় ছোঁয়া যত ভালোবাসা

তোকে দেবো এই তো আশা..

হৃদয় ছোঁয়া যত ভালোবাসা

তোকে দেবো এই তো আশা

[M] সে ভালোবাসায় হাত বাড়িয়ে নিবো

তোর হৃদয়ে আমি জড়িয়ে রবো

[F] এই মনের আঙ্গিনায়

তোরই তো ঠিকানা

তোকে ছাড়া যে ছন্নছাড়া

সে কথা তুই বুঝিস না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কিনা..

উমম উমম উমম উমম উম উমম

উমম উমম উমম উমম উম উমম

উমম উমম উম উম উমম উমম

উমম উমম উম উম উমম উমম..

[M] তোরে ছাড়া যায় কি ছোঁয়া

মায়া মাখা নীল জোছনা..

তোরে ছাড়া যায় কি ছোঁয়া

মায়া মাখা নীল জোছনা

[F] সেই জোছনা তে মন ভেজাবো

ভালোবাসার এক ঘর বানাবো

এই মনের আঙ্গিনায়

তোরই তো ঠিকানা

[M] তোকে ছাড়া যে ছন্নছাড়া

ভালোবাসা তুই বুঝিস না

[M-F] বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

[M] এ মনের আঙ্গিনায়

তোরই তো ঠিকানা

তোকে ছাড়া যে ছন্নছাড়া

ভালোবাসা তুই বুঝিস না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

বলনা আমায় তুই বলনা

ভালোবাসিস কি না

Tausif/Liza-এর এ মনের আঙ্গিনায় - লিরিক্স এবং কভার