menu-iconlogo
huatong
huatong
avatar

Chaile tumi jante Paro by the trap

Upalhuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
লিরিক্স
রেকর্ডিং
চাইলে তুমি জানতে পারো কতগুলো প্রহর

গিয়েছে কেটে বিনিদ্র রাত

তোমারই ভাবনায়

আকাশেতে লক্ষ তারা নেই জোছনা (২)

শ্রাবনের বরষায় দু: খ হয়ে

বিষন্ন এই রাতে যেন ভরা নিলীমায় (২)

তবু তারে বাসি ভালো সে তো বোঝে না

আকাশে তো লক্ষ তারা নেই জোছনা

কুয়াশা ভরা তোমার ঐ মায়াবী চোখে

অগোচরে ঘুমেরা আমায় দিয়ে যায় ফাকি

তবু তারে খুজে ফিরি আমারই মাঝে

আকাশে তো..........................

চাইলে তুমি জানতে পারো কতগুলো প্রহর

গিয়েছে কেটে বিনিদ্র রাত

তোমারই ভাবনায়

আকাশেতে লক্ষ তারা নেই জোছনা (২)

Upal থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে