চয়েজ বাইঃ "LUCKY"
(Captain of "LMD")
ছেলেঃ ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়
কিছুতেই ভরেনা যে মন---
কিছুতেই ভরেনা যে মন--
কাছে থাকলেও বুকে রাখলেও
আরো কাছে এ হৃদয় চায় সারাক্ষন
মেয়েঃ ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়
কিছুতেই ভরেনা যে মন---
কিছুতেই ভরেনা যে মন--
আপলোডঃ "রফিক" "LMD"
ছেলেঃ হো---- এই পৃথিবী তোমার আমার
এ জীবন শুধুই সুখে হারাবার
>>>>"LMD"<<<<
মেয়েঃ হো---- হারাবার এই সুখ দাও শতবার
মরে গিয়ে বেঁচে উঠি আমি বারে বার
তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি
বাঁচতেও চাইবোনা চাইবো মরণ
ছেলেঃ ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়
কিছুতেই ভরেনা যে মন---
কিছুতেই ভরেনা যে মন--
Welcome to "LMD"
"LUCKY's MUSIC DREAM"
ছেলেঃ হো----যে কদিন আছি পৃথিবীতে
দেবো না আমাকে ভুলে যেতে
>>>>"LMD"<<<<
মেয়েঃ হো---- যে কদিন তুমি বাসবে ভালো
সে কদিন দুচোখে দেখব আলো
আমারি দেহে প্রাণ তোমারি প্রেমের গান
চিরকাল রেখো তুমি এ কথা স্মরণ
ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়
কিছুতেই ভরেনা যে মন---
কিছুতেই ভরেনা যে মন--
ছেলেঃ কাছে থাকলেও বুকে রাখলেও
আরো কাছে এ হৃদয় চায় সারাক্ষন
মেয়েঃ ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়
কিছুতেই ভরেনা যে মন-
সমাপ্তঃ