menu-iconlogo
huatong
huatong
warfaze-tomake-cover-image

Tomake (তোমাকে)

Warfazehuatong
✔️ⱭℝȠⱭß🎙️🤫🦉🦋🐼🖤🐯🆁🅱🆃🐯huatong
লিরিক্স
রেকর্ডিং
শুধু শুধুই ভাবনা

যেতে চাইলে যাও চলে যাও

তবু কেন এ কান্না

জানি ভাল থাকতে

শুধু বলোনা ভুলতে

চাইনা বাঁচার উপদেশ

দিন এমনিই কাঁটবে

খেয়ালের ফাঁদে

তোমাকে... মনে পড়বে

যখনিই জ্যোস্না হাসে

তোমাকে... মনে পড়বে

যখনিই আকাশ ভেঙ্গে

বর্ষা কাঁদে... ।।

.....................................

যে মোহের বন্যায়

ভেসে যাওয়ায় ধন্য হলে

তাতে পারিনি ভাসতে

অস্তিত্ব ভুলে... ভুলে...

তাই বলোনা চলতে

স্থবিরতা-ই সঙ্গী হলে

মন পড়েই থাকলে

হতাশার ফাঁদে

তোমাকে... মনে পড়বে

যখনিই জ্যোস্না হাসে

তোমাকে... মনে পড়বে

যখনিই আকাশ ভেঙ্গে

বর্ষা কাঁদে...

যে যায়... যাওয়ার পথে

দেয়াল ভাবার কোন স্বপ্ন নাই

যতই... কাঁদাও আমায়...

চলি একা পথে...

............................................

তোমাকে... মনে পড়বে

যখনিই জ্যোস্না হাসে

তোমাকে... মনে পড়বে

যখনিই আকাশ ভেঙ্গে

বর্ষা কাঁদে...

......................................

তোমাকে... মনে পড়বে

যখনিই জ্যোস্না হাসে

তোমাকে... মনে পড়বে

যখনিই আকাশ ভেঙ্গে

বর্ষা কাঁদে...

তোমাকে... মনে পড়বে

যখনিই জ্যোস্না হাসে

তোমাকে... মনে পড়বে

যখনিই আকাশ ভেঙ্গে

বর্ষা কাঁদে...!

Warfaze থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে