গানঃ আদর চাইলে আদর দিমু রে
শিল্পীঃ আকাশ মাহমুদ
কথাঃ জাহাঙ্গীর রানা
আদর চাইলে আদর দিমু রে..সোহাগী
তুমি.. আদর চাইলে আদর দিমু রে..সোহাগী
মন দিমু না হায়..রে তোমায়
হায়রে হায়
তুমি.. সোহাগ চাইলে সোহাগ দিমু রে..সোহাগী
মন দিমু না হায়..রে তোমায়
হায়রে হায়
রুপসোহাগী রূপটা বোঝ
ঝাঁপ মারো তার গায়
বাহির লইয়া টানাটানি
অন্তরটা কে চায়?
রুপ সোহাগী রুপটা বোঝ রে.. সোহাগী
ঝাঁপ মারো তার গায়
বাহির লইয়া টানাটানি রে.. সোহাগী
অন্তরটা কে চায়?
ও তুমি রূপ চেয়েছো রূপটাই দিমু রে সোহাগী
মন দিমু না হায়..রে তোমায়
হায়রে হায়
তুমি.. আদর চাইলে আদর দিমু রে..সোহাগী
মন দিমু না হায়.. রে তোমায়
হায়রে হয়
মন দিয়া কি ফল হইবে
না বুঝলে মন হায়
মনের বদল মন না দিলে
মন কি পাওয়া যায়
মন দিয়া কি ফল হইবে রে..সোহাগী
না বুঝলে মন হায়
মনের বদল মন না দিলে রে..সোহাগী
মন কি পাওয়া যায়
তুমি.. হীরা ফেলে কাঁচ তুলেছো রে..সোহাগী
হীরা দিমু না..রে তোমায়
হায়রে হায়
তুমি.. সোহাগ চাইলে সোহাগ দিমু রে সোহাগী
মন দিমু না হায়..রে তোমায়
হায়রে হায়
পুরুষের মন প্রেমের খনি
যে দেখিতে পায়
জাহাঙ্গীর রানা সেই কথা
গানে গানে গায়
পুরুষের মন প্রেমের খনি রে সোহাগী
যে দেখিতে পায়
জাহাঙ্গীর রানা সেই কথা রে.. সোহাগী
গানে গানে গায়
ও তুমি ঘর ছেড়েছো বাহির পাইয়া রে সোহাগী
ঘর দিমু না হায়..রে তোমায়
হায়রে হায়
তুমি.. আদর চাইলে আদর দিমু রে..সোহাগী
মন দিমু না হায়..রে তোমায়
হায়রে হায়