menu-iconlogo
huatong
huatong
avatar

বধুয়া আমার চোখে জল

জটিলেশ্বর মুখোপাধ্যায়huatong
Saiful_7811384huatong
Liedtext
Aufnahmen
বধুয়া আমার চোখে জল এনেছে

হায় বিনা কারণে~~~

নীলাকাশ থেকে একি বাজ হেনেছে

হায় বিনা কারণে~~~

বধুয়া আমার চোখে জল এনেছে

হায় বিনা কারণে~~

~~~~~~~~~~~~~~~~~~

দিনে দিনে মূল্য বিনে

সে যে আমায় নিলো কিনে।

দিনে দিনে মূল্য বিনে

সে যে আমায় নিলো কিনে।।

এ মনে যতন করে

বিফল প্রেমের বীজ বুনেছে

হায় বিনা কারণে~~~

নীলাকাশ থেকে একিবাজ

হেনেছে হায় বিনা কারণে।।

~~~~~~~~~~~~~~~~~~

আমিতো খুজি কারণ

মন আমায় করে বারণ।

বলে কেন এমন মরণ

বিনা কারণে~~~

আমিতো খুজি কারণ

মন আমায় করে বারণ।

বলে কেন এমন মরণ

বিনা কারণে~~

আমি বাদী আমি বিবাদী

কোথা উধাও অপরাধী।

আমি বাদী আমি বিবাদী

কোথা উধাও অপরাধী।।

কেন সেই রূপের আগুন

বুকে জ্বেলে আছি বেঁচে

হায় বিনা কারণে~~~

নীলাকাশ থেকে একিবাজ

হেনেছে হায় বিনা কারণে~~

বধুয়া আমার চোখে জল এনেছে

হায় বিনা কারণে।।

~~~~~~~~~~~~~~~~~~~~

Mehr von জটিলেশ্বর মুখোপাধ্যায়

Alle sehenlogo

Das könnte dir gefallen