menu-iconlogo
huatong
huatong
avatar

[ab] Je Matir Buke Ghumiye Ache যে মাটির বুকে ঘুমিয়ে আছে

Abdul Hadihuatong
AzaMBasharhuatong
Liedtext
Aufnahmen
আ....আ....আ....

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

আ....আ....আ....

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে

সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

আ....আ....আ....

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

Mehr von Abdul Hadi

Alle sehenlogo

Das könnte dir gefallen

[ab] Je Matir Buke Ghumiye Ache যে মাটির বুকে ঘুমিয়ে আছে von Abdul Hadi - Songtext & Covers