menu-iconlogo
huatong
huatong
avatar

Vuila Gese Pakna Bondhu

Adnan Kabirhuatong
rayrayshellbellhuatong
Liedtext
Aufnahmen
যারে ভাবসি সোনার গো ময়না

সে দিসে আমায় ফাঁকি

যারে ভাবসি সোনার গো ময়না

সে দিসে আমায় ফাঁকি

কারে ভাবি মনে মনে, কার ছবিটা আঁকি রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

এমন মানুষ কেউ না যেন পায়

বুকের মাঝে জায়গা নিয়ে করলো কলিজাতে ঘাই

ও, এমন মানুষ কেউ না যেন পায়

বুকের মাঝে জায়গা নিয়ে করলো কলিজাতে ঘাই

আমায় ছাইড়া যারে ধরলি, সে যেন না দেয় ফাঁকি রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

মিষ্টি কথায় ভোলে যদি মন

সেই মানুষটি করবে ক্ষতি তোমার যখন-তখন

ওরে, মিষ্টি কথায় ভোলে যদি মন

সেই মানুষটি করবে ক্ষতি তোমার যখন-তখন

আমায় ছাইড়া যারে ধরলি, সে যেন না দেয় ফাঁকি রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে

Mehr von Adnan Kabir

Alle sehenlogo

Das könnte dir gefallen