menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo Mor Priya Jene Rakho Tumi (Short)

Agun/Konok Chapahuatong
shack202huatong
Liedtext
Aufnahmen
ও গো মোর প্রিয়া যেনে রাখো তুমি

ও গো মোর প্রিয়া যেনে রাখো তুমি

তুমি ছাড়া এই প্রাণ রাখবোনা আমি

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

আজো আছি আমি কালও রবো যে

যুগে যুগে আমি তোমারি হব যে

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

এই মনে যেন আজ একটি ভাষা

তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা

এই মনে যেন আজ একটি ভাষা

তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা

ও গো মোর প্রিয়া যেনে রাখো তুমি

তুমি ছাড়া এই প্রাণ রাখবোনা আমি

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

আজো আছি আমি কালও রবো যে

যুগে যুগে আমি তোমারি হব যে

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

Mehr von Agun/Konok Chapa

Alle sehenlogo

Das könnte dir gefallen