menu-iconlogo
huatong
huatong
avatar

এক দিন মাটির ভিতরে হবে ঘর

Andrew/kanakhuatong
ruliko2001huatong
Liedtext
Aufnahmen
একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

প্রাণও পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে

ধরাধামই সবই রবে তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাঁরা সূতো

বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাঁরা সূতো

সকলই ভবে তোমার পর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর গলে পচে যাবে

শিরা উপশিরা গুলি ছিন্নভিন্ন হবে

মুন্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড

মুন্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড

পরে রবে মাটিরও উপর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রুপেরই গৌরবে সাজিয়াছো সাজ

সোনা দানা কত কি আর রাজকী পোশাক

যেদিন প্রাণও চলে যাবে

সবই পরে রবে

প্রাণও চলে যাবে

সবই পরে রবে

গায়ে দেবে মার্কি নুঠান

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

Mehr von Andrew/kanak

Alle sehenlogo

Das könnte dir gefallen