menu-iconlogo
huatong
huatong
avatar

খাচার ভিতর অচিন পাখি

Andrew/kanakhuatong
prittyboyhuatong
Liedtext
Aufnahmen
চতুর্থ গান

বি ডি কিং অডিশনে সাবাইকে জানাই

সু স্বাগতম

এই গানটিতে সুধু তারাই জয়েন্ট কোরবে

যারা আমাদের বি ডি কিং গ্রুপ

থেকে এস এম এস পেয়েচেন

বি ডি কিং অডিশন গান

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মনোবেড়ী

ধরতে পারলে মনোবেড়ী

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

বিডিকিংঅডিশন

চতুর্থগান

আট কুঠুরী নয় দরজাটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

আট কুঠুরী নয় দরজাটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

তার উপরে সদর কোঠা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

কপালের ফ্যার নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

কপালের ফ্যার নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ভেঙ্গে পাখি আমার

খাঁচা ভেঙ্গে পাখি আমার

কোন বনে লুকায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

বি ডি কিং গ্রুপ

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

কোনদিন খাঁচা পড়বে খসে

কোনদিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মনোবেড়ী

ধরতে পারলে মনোবেড়ী

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

Mehr von Andrew/kanak

Alle sehenlogo

Das könnte dir gefallen